Sunday, June 28, 2015

পে-স্কেল কার্যকর।

আগামী ১ জুলাই থেকে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য পে-স্কেল কার্যকর


অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, আগামী ১ জুলাই থেকে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য পে-স্কেল কার্যকর করা হবে। তিনি আজ শনিবার সংসদে সরকারি দলের সদস্য বেগম মাহজাবিন খালেদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, জাতীয় বেতন ও চাকরি কমিশন, ২০১৩ এর প্রতিবেদন এবং সচিব কমিটির প্রতিবেদনে সুপারিশের আলোকে মন্ত্রিপরিষদের সিদ্ধান্তক্রমে পে-স্কেল বাস্তবায়ন হবে। সরকারি দলের সদস্য গোলাম দস্তগীর গাজীর এক প্রশ্নের জবাবে আবুল মাল আবদুল মুহিত বলেন, সরকারি চাকুরীজীবীদের স্বেচ্ছায় অবসরের বয়স ২৫ থেকে ২০ বছর করার বিষয়টি মন্ত্রিসভায় উপস্থাপনের পর গৃহীত সিদ্ধান্তের আলোকে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। তার অপর এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, দেশের শিক্ষিত বেকার যুবকদের কর্মসংস্থানের লক্ষ্যে কর্মসংস্থান ব্যাংক থেকে ঋণ প্রদান করা হয়। তিনি বলেন, চলতি অর্থবছরে এ পর্যন্ত প্রদানকৃত ঋণের পরিমাণ ৩৩১ কোটি ৬৩ লাখ টাকা ।

Tuesday, June 23, 2015

পারলে উওর দিন?

বর্তমান দেশের বেকার সংখ্যা কত?
=২৫লাখ ৮০হাজার।সুত্র শ্রম শক্তিজরিপ২০১৩।

Monday, June 22, 2015

কুইজ

বর্তমান বাংলাদেশে কর্মক্ষম লোকের সংখ্যা কত?

=৬কোটি ৫লাখ ৮০হাজার।

Saturday, June 20, 2015

কুইজ

সর্বশেষ স্বাধীন দেশ কোনটি?
=দক্ষিন সুদান ।

কুইজ

পৃথিবীর স্বধীন রাষ্ট্রের সংখা কত?

=১৯৫টি।

Friday, June 19, 2015

কুইজ

মানব দেহে কশেরুকার সংখ্যা কয়টি?

=৩৩টি।

Thursday, June 18, 2015

কুইজ

বাংলাদেশের মোট নদীর সংখ্যা কত?

=230 টি

কুইজ

মোবাইল ফোনের জনক কে?

=মার্টিন কুপার।

Saturday, June 13, 2015

আসুন যেনে নি!!!!!!

১.আগরতলা ষড়যন্ত্রের মামলায় কতজন আসামি ছিলো?

=৩২জন।

২.মোবাইল ফোনের জনক কে?

=মার্টিন কুপার।

৩.মানব দেহে কশেরুকার সংখ্যা কয়টি?

=৩৩টি।

৪.হিগস বোসন কণা আবিষ্কৃত হবে কবে?

=২০১২সালে।

৫. Biology শব্দের প্রবর্তক কে?

=ল্যামার্ক।

Thursday, June 11, 2015

পুলিশ আইন সমূহ্।

পুলিশ বিভাগীয় দন্ড সাধারনত দুই প্রকার।
   ১।গুরু দন্ড
   ২।লঘু দন্ড