Saturday, July 25, 2015

গাংনীতে কনস্টেবলকে কুপিয়ে হত্যা

পেশাগত দায়িত্ব পালনকালে আলাউদ্দীন (৩০) নামে এক কনস্টেবলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল রাত পৌনে ৮টার দিকে রাস্তায় গাড়ি তল্লাশির সময় এ ঘটনা ঘটে। নিহত আলাউদ্দীনের বাড়ি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার খলিসাকুণ্ডি গ্রামে। গাংনী থানার ওসি আকরাম হোসেন জানান, গাংনীর ধামানদী-কাজীপুর সড়কের তালতলায় চেকপোস্টে দায়িত্ব পালনকালে গাড়ি তল্লাশির সময় দুর্বৃত্তরা কনস্টেবল আলাউদ্দীনকে মাইক্রোবাসে তুলে নিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে রাস্তায় ফেলে দেয়।


পুলিশকে পিটিয়ে হাসপাতালে পাঠাল পুলিশ : রাজশাহী মহানগরীর তেরখাদিয়া এলাকায় ওয়ারেন্টের আসামি ধরতে গিয়ে এক পুলিশ সদস্যকে পিটিয়ে হাসপাতালে ভর্তি করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। আহত পুলিশ কনস্টেবল উজির হোসেন নগরীর শাহ মখদুম থানায় কর্মরত। জানা গেছে, ওয়ারেন্টের আসামি মোমিনকে গ্রেফতার করে বোয়ালিয়া মডেল থানায় আনার সময় উজির নিজেকে পুলিশ কনস্টেবল পরিচয় দেন। মোমিনকে থানায় নিতে বাধা দেন। এ সময় বোয়ালিয়া মডেল থানা পুলিশের সঙ্গে উজির হোসেনের ধস্তাধস্তির ঘটনা ঘটে। এক পর্যায়ে অন্য পুলিশরা উজিরকে পিটিয়ে গুরুতর আহত করেন এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

ঝিনাইদহের কালীগঞ্জে ৩য় শ্রেণীর ছাত্রীকে ধর্ষ

 ঝিনাইদহের কালীগঞ্জে ৩য় শ্রেণীর এক স্কুল ছাত্রীকে ধর্ষণ করেছে মহাসিন (৪৫) নামের এক নরপশু। এ ঘটনায় সহযোগিতা করার অভিযোগে গ্রামবাসী আবিরণ (৪০) নামের এক মহিলাকে আটক করেছে।

শনিবার সকালে উপজেলার দামোদরপুর গ্রামে এ ঘটনা ঘটে। মেয়েটির বাবা মোবাইল ফোনে জানান, শনিবার সকালে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল। এ সময় তার তৃতীয় শ্রেণীতে পড়–য়া মেয়েকে পাশের বাড়ির মৃত আনসার আলীর স্ত্রী আবিরণ ডেকে নিয়ে যায়।
এর আগে আবিরনের ঘরে লুকিয়ে থাকা মহাসিন তার মেয়েকে ধর্ষণ করে। মেয়ের চিৎকারে আশে পাশের লোকজন ছুটে আসলে মহাসিন পালিয়ে যায়। তিনি আরো জানান, মেয়ের অবস্থা আংশকাজনক। তারা তাকে হাসপাতালে আনার ব্যবস্থা করছেন।
এদিকে এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে গ্রামবাসী আবিরণ নামের  ঐ মহিলাকে আটক করে মারপিট করে।

কালীগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন জানান, বিষয়টি তিনি শুনেছেন। ইতিমধ্যে একজন এসআইকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। মেয়ের পরিবার থেকে লিখিত অভিযোগ দিলে আমরা ব্যবস্থা নিব।

পুলিশ রাস্ট্রীয় মর্যাদার বাইরে কেন? প্রসঙ্গ : কক্সবাজার টুরিস্ট পুলিশ হত্যা

প্রজাতন্ত্রেও জানমাল রক্ষা ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে ক্ষেত্র বিশেষে অণ্যান্য বাহিনীকে ব্যবহার করা হলেও এখনো বাংলাদেশ পুলিশই একমাত্র প্রধান ভরসা আমাদের। দুষ্ট্রের দমন আর শিষ্টের পালন মূলমন্ত্র নিয়ে কাজ করতে গিয়ে এদেশের পুলিশকেই সমালোচিত হতে হয় বেশি। গুটি কয়েক রাক্ষসী মাছের জন্যে পুকুরে বিষ সমস্ত মাছকে বিষাক্ত করে তোলা আর গুটি কয়েক পুলিশ সদস্যদের কুকর্মের দায়ভার সমস্ত বাহিনীর উপর চাপিয়ে দিতে আমরাও বেশ স্বাচ্ছন্দ্যবোধ করি।
তাই পুলিশ বাহিনীর মাঝে যে সবাই পচে যায় নি তাই প্রমান করলো কক্সবাজারের পুলিশ কনস্টেবল পারভেজ। রবীন্দ্রনাথের সেই বিলাসী গল্পের কথাই যেন মনে করিয়ে দিল তিনি।“ মৃত্যুঞ্জয় মরিয়া প্রমান করিল সে মরে নাই” আর পুলিশ কনস্টেবল পারভেজ মরিয় প্রমান করিল পুলিশ বাহিনী এখনো মরে নাই। মাত্র বাইশ বছর বয়সে, পুলিশের কন্সটেবলের চাকুরি করত পারভেজ। প্রতিদিন ষোল থেকে আঠারো ঘন্টা ডিউটি, ছুটিবিহীন। মাথার উপরে সিনিয়র অফিসারের হুকুম, আর সাধারন জনগনের গালিগালাজ। কেননা গালি দেবার বেলায় আমরা বাঙালিদের ঝুড়ি মেলা ভার। নাগালের বাইরে থেকে সুযোগ পেলে মনের মতো করে  সবার উপরই হেডাম দেখাতে ভয় করি না-আর পুলিশ তো কোন বিষয়ই না!
দুষ্ট বদমায়েশ নেই হেন কোন জায়গা এদেশে নেই, তবে বিচিত্র কারণে সবাই মনে করে- একমাত্র পুলিশ ছাড়া এদেশের বাকি সবাই স্বয়ং ভগবান প্রেরিত দেবদূতবিশেষ! নাম পারভেজ হোসেন( ২২) , পুলিশ কন্সটেবল, টুরিস্ট পুলিশ ইউনিট, কক্সবাজার। জনগনের মাল রক্ষা করতে গিয়ে দিতে হল তাকে তাজা প্রান । এরকম শত শত কন্সটেবল পারভেজের রক্তে এই ভাঙাচোরা দেশের মানুষ রাতের বেলা শান্তিতে ঘুমায়, তারপর সকাল বেলা নিজের কুকাম ঢাকতে ট্রাফিক সার্জেন্টকে ঘুষ দেয়। দুপুরে ভাত খাবার আগে মাদারচোত পুলিশ বলে গালি দিতেও ভোলেনা আবার! এই হল আমরা বাঙ্গালী। সবুজ টি শার্টের উপর ছুরির আঘাতে বের হওয়া রক্ত যেন ঠিক বাংলাদেশের পতাকা। রাষ্ট্রীয় মর্যাদায় দাফন হবেনা ওর, কিন্তু বাংলা মায়ের পতাকা ওর বুকে জড়ানো ঠেকল কই! তাহলে পুলিশ কি রাষ্ট্রের মর্যাদার বাইরেই থেকে যাবে? পুলিশ মরলে রাষ্ট্রীয় মর্যাদা পাবেন না এই ব্যর্থতা পুলিশের রাগল বোয়াল মার্ক কর্মকর্তাদেরই। আপনারা সাধারন ফোর্সদের দিয়ে মাছ ধরে এনে তার কৃতিত্ব নিতে হুমড়ী খেয়ে পড়েন আর মাছ খাওয়া শেষে তার কাঁটাটুকু ফেলে আসার জন্যে এক মুহুর্ত দেরী করেন না।
এদেশের একজন সৈনিক যদি মরনের পর রাস্ট্রীয় মর্যাদায় দাফন হয় সরকার কর্র্তৃক বিশেষ স্বীকৃতি পায় তাহলে জনগনের সেবা করতে গিয়ে প্রান চলে গেলেও কেন একজন পুলিশের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন হবে না বা হয় না এমন প্রশ্নের উত্তর কি স্বয়ং পুলিশ বাহিনীর রাঘব বোয়ালরা তুলতে পারেন না? করবেন ই বা কেন আপনারা তো আছেন বেশ! বাংলাদেশ সেনাবাহিনী যেমন সম্মান পায় তেমনি পুলিশের মাঝেও তেমন শৃঙ্খলাবোধ তৈরী করে এবং তাদের মৃত্যুর পর রাষ্ট্রীয়ভাবে সম্মান প্রদর্শন কেবল উচিতই নয় এ আমাদের বিশাল দায়বদ্ধতা। আদৌ কি সেই দায়বদ্ধতার ভার কেউ নিতে চাইবেন?

Friday, July 24, 2015

অবশেষে চূড়ান্ত হলো সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামো

সরকারি চাকরিজীবীদের জন্য সম্ভাব্য সর্বনিম্ন বেতন ৮ হাজার ৫০০ টাকা ও সর্বোচ্চ বেতন ৭৮ হাজার টাকা (নির্ধারিত) রেখে পর্যালোচনা প্রতিবেদনের খসড়া প্রায় চূড়ান্ত করা হয়েছে।


অষ্টম বেতন কমিশনের সুপারিশ পর্যালোচনা করতে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞার নেতৃত্বে গঠিত কমিটি এ খসড়া প্রায় চূড়ান্ত করেছে। বৃহস্পতিবার বিকালে মন্ত্রিপরিষদ বিভাগে এ নিয়ে কমিটির দীর্ঘ বৈঠক হয়। বৈঠকে নতুন বেতন স্কেলের খসড়াটি প্রায় চূড়ান্ত করা হয়। তবে আগামীকাল শনিবার ছুটির দিনও কমিটির বৈঠক হওয়ার কথা রয়েছে। সেখানে খসড়াটির সামান্য পরিবর্তন আসতে পারে বলে বৈঠকের একটি সূত্র আভাস দিয়েছে।

সূত্র আরও জানায়, পর্যালোচনা প্রতিবেদনে পে-কমিশনের সুপারিশ আমলে রেখে বেতন কাঠামো পুনর্নির্ধারণের ক্ষেত্রে দেশের আর্থসামাজিক বাস্তবতা, সরকারের সম্পদ সমাবেশ ও আর্থিক সক্ষমতা বিবেচনায় রাখা হয়েছে।

সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতন নির্ধারণ বিষয়ে পে-কমিশনের সুপারিশ পর্যালোচনা কমিটির প্রধান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি। বৃহস্পতিবার তিনি বলেন, পর্যালোচনা কমিটির সুপারিশ আগামী সপ্তাহে অর্থমন্ত্রীর কাছে হস্তান্তর করা হবে। আগামী মন্ত্রিসভার বৈঠকে বিষয়টি তোলা হবে কিনা- জানতে চাইলে তিনি বলেন, হয়তো সেটা সম্ভব হবে না। কারণ অর্থমন্ত্রীর কাছে পাঠানো প্রতিবেদনও পরিবর্তন হতে পারে।

একই ধরনের মন্তব্য করেছেন বেতন পর্যালোচনা কমিটির সদস্যসচিব ও অর্থ বিভাগের সিনিয়র সচিব মাহবুব আহমেদ। তার কাছেও একই বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এ ব্যাপারে এখন আমি কোনো কথা বলব না। অপেক্ষা করেন দেখতে পাবেন।

প্রসঙ্গত, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন আহমেদের নেতৃত্বাধীন গঠিত পে-কমিশন সর্বোচ্চ ৮৮ হাজার ও সর্বনিম্ন ৮ হাজার ২০০ টাকা বেতন স্কেলের সুপারিশ দিয়েছিল।

সূত্রমতে, এতে আগের বেতন স্কেল থেকে সর্বনিম্ন গ্রেডে শতভাগই বাড়ছে। তবে সর্বোচ্চ গ্রেডসহ মধ্যবর্তী গ্রেড স্তরে বেতন বৃদ্ধির হার ন্যূনতম ৭৩ শতাংশ থেকে ৮৫ শতাংশ ওঠানামা করেছে। 

এ ছাড়া চাকরিজীবীদের সপ্তম বেতন স্কেলে নির্ধারিত বেতনের সঙ্গে অষ্টম পে অ্যান্ড সার্ভিসেস কমিশন গঠন হওয়ার পর নতুন করে ৪০ শতাংশ হারে মহার্ঘ্য ভাতা যোগ হয়েছে। নতুন বেতন কাঠামো কার্যকর হলে এ সুবিধা উঠে যাবে। ফলে বিদ্যমান বেতন স্তর থেকে চাকরিজীবীদের বেতন বৃদ্ধির হার গ্রেড ভেদে প্রায় ৪১ শতাংশ থেকে ৫১ শতাংশ পর্যন্ত গড়ে বৃদ্ধি পেতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

পর্যালোচনা কমিটি সূত্রে জানা গেছে, বেতন কাঠামোর গ্রেড স্তর বিদ্যমান ২০টির পরিবর্তে পে-কমিশনের সুপারিশ অনুযায়ী ১৬টির প্রবর্তন করা হবে কিনা এবং টাইম স্কেল ও সিলেকশন গ্রেড বাতিলের বিষয়ে সিদ্ধান্ত নেয়ার জন্য বেতন পর্যালোচনা কমিটি ঐকমত্যে পৌঁছাতে পারেনি। এ দুটি বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার বিষয়টি অর্থমন্ত্রী ও প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত করা হয়েছে।

সূত্র জানায়, বেতন পর্যালোচনা কমিটি ২০টি গ্রেড ধরে নতুন বেতন স্কেলে পুনর্নির্ধারিত সম্ভাব্য গ্রেড স্তর কেমন হবে এবং ১৬টি ধরা হলে গ্রেড স্তর কেমন হবে তাও চূড়ান্ত করেছে। এই দুই স্তরেই বেতন কাঠামো হিসেব করে অর্থমন্ত্রীর কাছে প্রতিবেদন দেয়া হবে। ওই গ্রেড স্তরে সর্বনিম্ন গ্রেড ৮ হাজার ৫০০ টাকার পাশাপাশি বিকল্প অপশন হিসেবে ৮ হাজার ২৫০ টাকারও প্রস্তাব থাকছে।

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নতুন বেতন কাঠামো আগামী ১ জুলাই থেকে কার্যকর করা হবে। এ ক্ষেত্রে একসঙ্গে শতাভাগ বেতন স্কেল বাস্তবায়ন করা হবে না। পর্যায়ক্রমে দুই থেকে তিন ভাগে বাস্তবায়নের প্রস্তুতি নিচ্ছে মন্ত্রণালয়। 

এ জন্য আগামী বাজেটে বেতন-ভাতা খাতে বর্তমানের চেয়ে অতিরিক্ত ১৩ হাজার থেকে ১৫ হাজার কোটি টাকা বরাদ্দ রাখার ব্যবস্থা রাখা হচ্ছে। সূত্র আরও জানায়, নতুন বেতন স্কেল এপ্রিল থেকেই বাস্তবায়নের চিন্তা ছিল সরকারের। কিন্তু চলমান রাজনৈতিক পরিস্থিতির কারণে চলতি বাজেটে এক ধরনের চাপ তৈরি হয়েছে। যে কারণে বাস্তবায়ন পূর্বনির্ধারিত সময় অনুযায়ী ১ জুলাই থেকে কার্যকর করা হবে।

সরকারি চাকরিজীবীদের শতভাগ বেতন বাড়ানোর সুপারিশ করে গত ২১ ডিসেম্বর অষ্টম বেতন কমিশনের চেয়ারম্যান বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিন অর্থমন্ত্রীর কাছে প্রতিবেদন জমা দিয়েছেন।

কমিশনের রিপোর্ট পেয়ে সরকার একটি পর্যালোচনা কমিটি গঠন করে। গত ১ জানুয়ারি মন্ত্রিপরিষদ সচিবকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়। ওই সময় কমিটিকে ছয় সপ্তাহের মধ্যে বেতন কমিশনের প্রতিবেদন পর্যালোচনা করে সুপারিশগুলো বাস্তবায়নের পদ্ধতি নিরূপণ করে সরকারের কাছে প্রতিবেদন দিতে বলা হয়েছিল।

কিন্তু পরে কমিটির কার্যকাল বাড়ানো হয়। ইতিমধ্যে কমিটির কার্যকাল প্রায় সাড়ে চার মাস পার হয়েছে। কমিটিতে সদস্য হিসেবে অন্যদের মধ্যে আছেন অর্থ বিভাগের সিনিয়র সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব। 

দুই ধাপে নতুন বেতন কাঠামো বাস্তবায়ন করবে সরকার
# চূড়ান্ত হলো অষ্টম বেতন কাঠামো 
# নতুন পে স্কেলের ওপর সচিব কমিটির সুপারিশ চূড়ান্ত
# প্রতিবেদনের পর পে-কমিশন বিষয়ে সিদ্ধান্ত : মুহিত 
# বরাদ্দ বাড়ছে বেতন-ভাতা খাতে
# ১০০ শতাংশ পর্যন্ত বেতন বৃদ্ধির সুপারিশ - 

Thursday, July 23, 2015

বিল গেটস সম্পর্কে ১৫টি অজানা তথ্য

বিশ্বের শীর্ষ ধনীদের একজন বিল গেটস। মাইক্রোসফটের এই সহ প্রতিষ্ঠাতার মোট সম্পদের পরিমাণ ৭৯ বিলিয়ন ডলার। ২০০৮ সাল থেকে তিনি দানশীল হিসাবে আবির্ভূত হয়েছেন। ইতিমধ্যে ৩০ বিলিয়ন ডলার দান করে দিয়েছেন। অধিকাংশ সম্পদই তিনি বিলিয়ে দেবেন। এখানে জেনে নিন তার সম্পর্কে ১৫টি তথ্য যা অনেকেই জানেন না।
১. বিলের বাবা ছিলেন খ্যাতিমান আইনজীবী। তার প্রপিতামহ একটি ব্যাংক প্রতিষ্ঠা করেছিলেন। দাদা তার শৈশবেই মিলিয়ন ডলারের একটি ট্রাস্ট ফান্ড গঠন করে যান।
২. কলেজের দ্বিতীয় বর্ষে তিনি এমন এক গাণিতিক সমস্যার সমাধান করেছিলেন যা বিগত ৩০ বছরে কেউ সমাধান করতে পারেননি। এই ঘটনা একাডেমিক জার্নালে প্রকাশিত হয়।
৩. রাতে খাবারের পর নিজের প্লেটটা নিজেই ধুতে পছন্দ করেন বিল।
৪. নিজের বিশাল বিমানটিকে 'দোষপূর্ণ আচরণ' বলে মনে করেন তিনি। এর পেছনে প্রচুর খরচ যায়।
৫. মাইক্রসফটে থাকাকালীন মিটিং এবং ইমেইল প্রচুর অর্থহীন কথা বলতেন বিল গেটস। তবে কাউকে কখনো ব্যক্তিগতভাবে আক্রমণ করেননি তিনি।
৬. গাড়ির গতিতে নেশা ছিল তার। অনেকগুলো পোর্শে কিনেছিলেন। বেশ কয়েকবার উচ্চ গতিতে গাড়ি চালানোর জন্যে জরিমানা খেয়েছেন।
৭. তরুণ বয়সে নির্ভীক ছিলেন গেটস। ১৯৮০-এর দিকে একবার তিনি এবং সহকর্মী অ্যালেন একটি ফ্লাইট মিস করেন। বিমানটি রীতিমতো রানওয়েতে দৌড় শুরু করেছে। বিল জেন ওয়ে কন্ট্রোলে গিয়ে এলোমেলোভাবে সুইচ চাপতে শুরু করলেন। আটক হননি, বরং বিমান ফিরে এসে নিয়ে যায় তাদের।
৮. বিল গেটসের সেন্স অব হিউমার মারাত্মক। তবে বেশিরভাগ ক্ষেত্রেই তা বোঝেন না মানুষ।
৯. গত বছর তার একটি ভিডিও দারুণ জনপ্রিয় হয়ে যায়। এর লিঙ্ক তিনি তার নিজস্ব ব্লগ ওয়েবসাইটে দিয়ে রেখেছেন।
১০. গোটা জীবনে ১০০ বিলিয়ন ডলার তিনি দান করে দেবেন বলে মনে ইচ্ছা পোষণ করেন।
১১. বিলের দানের সব অর্থ নিজের ফাউন্ডেশনের মাধ্যমে খরচ হয় না। কিছু বিষয়ে নিজেই পকেটের অর্থ খরচ করেন। যেমন- কোনো এলাকায় ক্লিন এনার্জির ব্যবস্থা করে দিলেন।
১২. যদিও বিল গেটস মাইক্রোসফট থেকে সরে এসে বিলিয়ন বিলিয়ন ডলার দূরে ঠেলে দিয়েছেন, কিন্তু এখনো তিনি এমন কিছু ব্যবসার মালিক যা তাকে অন্যদের চেয়ে দ্রুততার সঙ্গে ধনী করতেই থাকবে।
১৩. তিনি নিজেকে বড় মাপের দানশীল মানুষ বলে মনে করেন না।
১৪. মাইক্রোসফট তার আয়ের উৎস না থাকলেও বেশ কিছু ব্যবসায় বিনিয়োগ করেন তিনি। সেখান থেকে আসা আয়ের পুরোটাই উন্নয়নমূলক কাজে ব্যয় করেন। এসব কাজে তার গোপন অস্ত্র মাইকেল লারসেন, বিলের ব্যবসার ম্যানেজার।
১৫. মাইক্রোসফটের সবচেয়ে বড় শেয়ারহোল্ডার হিসাবে বিল গেটসের নাম নেই। কিন্তু কয়েক বছর ধরে বড় অঙ্কের শেয়ার প্রতিবছরই বিক্রি করে চলেছেন। কিন্তু এগুলো শেষ হচ্ছে না। সূত্র : বিজনেস ইনসাইডার

Wednesday, July 22, 2015

ঈদের নাটকে ইমরুল কায়েস

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অন্যতম সদস্য ইমরুল কায়েস এবার অভিনয় করলেন। 'ফুলকুমারী' নামের একটি নাটকে দেখা যাবে তাকে।

গল্পে অবশ্য ইমরুলের চরিত্রটি ক্রিকেটারেরই। বিজরী বরকতউল্লাহ তার ভক্ত। একদিন তার সঙ্গে দেখা হওয়ার পর কথাবার্তার এক পর্যায়ে তার অটোগ্রাফ নেন বিজরী।

নাটকটিতে আরও আছেন ইন্তেখাব দিনার ও নাদিয়া আহমেদ। এটি লিখেছেন - রূপান্তর, পরিচালনায় জামালউদ্দীন জামিল। আগামীকাল বৃহস্পতিবার ঈদের ষষ্ঠ দিন দুপুর ২টা ৩০ মিনিটে বৈশাখী টিভিতে প্রচার হবে 'ফুলকুমারী'।

Monday, July 20, 2015

ফোনে কল দিয়ে কেউ উত্যক্ত করছে? খুব সহজে বের করে ফেলুন তার নাম-ঠিকানা

মোবাইলে অচেনা নম্বর থেকে ক্রমাগত কল বা মিসকল আসার মত বিরক্তিকর ব্যাপার কিছুই হতে পারে না। বিশেষত মেয়েদের জন্যে এই ভোগান্তি তো একেবারেই অলিখিত। বকাঝকা, ফোন সাইলেন্ট করে রাখা কোন কিছুতেই যেন কাজ হয় না। কিন্তু ভাবুন তো, অচেনা এই লোকটির নাম ঠিকানা যদি এক মিনিটেই আপনার হাতের মুঠোয় চলে আসে, আর আপনি উলটো তার নাম ধরে ডেকে বেশ ভালো রকম একটা হুমকী দিতে পারেন, কিংবা সহজেই পুলিশের কাছে তার নাম ঠিকানা দিয়ে দিতে পারেন, তাহলে কি ভালোটাই না হতো! না স্বপ্ন নয় একেবারেই, প্রযুক্তির উৎকর্ষে এই ছোট্ট কাজটি আপনি করতে পারেন স্রেফ ঘরে বসেই। আপনার স্মার্টফোনে গুগল প্লে স্টোর থেকে কয়েক সেকেন্ডেই নামিয়ে নিতে পারেন, এইসব অচেনা নাম্বার থেকে ফোনদাতার নাম ঠিকানা, সবই!
True caller: 

এই ছোট্ট অ্যাপস টি পাবেন গুগল প্লে স্টোরে। এটি আপনার ফোনে ইন্সটল করে নিন। তারপর কোন অচেনা নম্বর থেকে ফোন এলেই, স্রেফ জাদুর মত আপনার ফোনে ভেসে উঠবে কলদাতার নাম। তবে হ্যাঁ, শর্ত প্রযোজ্য। সেই নম্বরটি যদি তার নামে রেজিস্ট্রেশন করা থাকে, তবেই আপনি এই সুবিধাটা পাবেন। আর সেই লোক যদি ফেসবুকে এই নম্বরটি ব্যবহার করে থাকেন, তাহলে তো দেখতে পাবেন তার ছবি সহই! দেখে নিন তো, পরিচিত কেউই আপনার সাথে এই বিরক্তিকর আচরণটি করছে কিনা! বাড়তি পাওনা হিসেবে বিনেপয়সায় আপনি এই কলদাতাকে ব্লক করে রাখতে পারবেন।
Facebook:

বার বার ফোন করতেই থাকা বিরক্তিকর নম্বরটিকে কিন্তু আপনি ট্র্যাক করতে পারেন ফেসবুকের মাধ্যমেও। ফেসবুকের সার্চ অপশনে গিয়ে ফোন নম্বরটি টাইপ করুন। সে ব্যক্তি যদি এই ফোন নম্বরটি তার একাউন্টে ব্যবহার করে (করার সম্ভাবনা খুব বেশী), তাহলে তাকে সহজেই খুঁজে পাওয়া সম্ভব।
LINE whoscall:

অনেকটা ট্রুকলারের মতই এটিও অচেনা ফোনদাতার রেজিস্টার্ড নাম ও অন্যান্য তথ্য ও তার মোবাইলে লোকেশন অন থাকলে তার ঠিকানা অব্দি দেখিয়ে দেবে আপনাকে।
Mobile Number Locator:

অচেনা নম্বর থেকে ফোনদাতার রেজিস্টার্ড নাম জানবে এই অ্যাপটি। অ্যাপটির অন্যতম সুবিধা হচ্ছে, এটি ইন্টারনেট কানেকশন ছাড়াই কাজ করে। ইনকামিং ও আউটগোয়িং কল চলাকালীনই কলারের ও প্রাপকের বিস্তারিত জানিয়ে দেয় এই অ্যাপ। গুগল ম্যাপের সাহায্যে এই অ্যাপ কলারের লোকেশনও দেখিয়ে দেবে।
আমি নিজে ট্রু কলার ব্যবহার করি। তবে, আপনি আপনার সুবিধামত যে কোনটি বেছে নিতে পারেন। আর দেরী কেন, মুখোশ খুলে নিন বিরক্তিকর ফোন বা মিসকলদাতার। ভালো থাকুন!

ফেসবুকে 'লাইক' দেওয়ার চেয়েও মজার ২৩টি কাজ



আমরা এমন একটা যুগে রয়েছি যেখানে সবচেয়ে পছন্দের কাজ হলো ফেসবুকে লাইক দেওয়া। এ কাজের পাল্লায় পড়ে আমরা আরো অনেক ভালো কাজের কথা ভুলে গেছি। বিশেষজ্ঞরা দিচ্ছেন এমনই কিছু কাজেরে তালিকা। এগুলো ফেসবুকের লাইকে চেয়েও অনেক বেশি আত্মতৃপ্তি দেবে।
১. হালকা দৌড়াদৌড়ি করুন। অ্যান্ড্রোফাইনস হরমোন নিঃসৃত হবে যা আপনাকে উদ্দীপনা জোগাবে।
২. মিনিট বিশেক ঘুমিয়ে নিন। এ কাজটি করলেই স্ট্রেস অনেক কমে যাবে।
৩. বাড়ির পোষা প্রাণীটির যত্নআত্তি করুন।
৪. শুধু অন্যের পোস্ট ও ছবিতে লাইক না দিয়ে নোটিফিকেশনগুলো দেখুন।
৫. কোনো পার্কে গিয়ে হেঁটে আসুন। মনটা ভালো হয়ে যাবে।
৬. মুখে হাসি ফোটে, এমন কিছু করুন। বিশেষ করে অট্টহাসি কিন্তু দারুণ ব্যায়ামের কাজ।
৭. সুস্বাদু খাবার খেয়ে আসুন। মনটা তৃপ্তিতে ভরে যাবে।
৮. পুরনো আমলের কোনো বই পড়ুন। আগের সময়ে হারিয়ে যেতে ভালো লাগবে।
৯. গরমের দিনে শীতল অথবা শীতের দিনে উষ্ণ পানি দিয়ে একটা আরামদায়ক গোসল সেরে ফেলুন।
১০. প্রিয়জনের সঙ্গে কিছু সময় কাটিয়ে আসুন।
১১. পছন্দের একটি রেসিপি দেখে তা রান্না করে ফেলুন।
১২. প্রিয় মানুষের সঙ্গে একান্ত সময় কাটিয়ে আসুন।
১৩. নাচ বা গানের পার্টিতে মজা করে আসুন।
১৪. দূরে কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা করুন।
১৫. ইয়োগা ক্লাসে সময় দিন। অথবা একটু ঘাম ঝরাতে ইনডোর গেম খেলে আসুন।
১৬. অনেক দিন শোনা হয় না, এমন একটি হিট গান শুনে ফেলুন।
১৭. মনোমুগ্ধকর কোনো স্থান থেকে ঘুরে আসুন। প্রকৃতির মাঝে চলে যান।
১৮. কারো কাছে হাতে চিঠি লিখুন। এটা মনের খোরাক জোগাবে।
১৯. পছন্দের কাউকে চমকে দিন। হঠাৎ করে তার সামনে উপস্থিত হোন বা একটা উপহার পাঠিয়ে দিন।
২০. ফেসবুকে নেতিবাচক পোস্ট না পড়ে বা দিয়ে বরং একটি নিবন্ধে মন দিন।
২১. চমৎকার আবহাওয়ায় বাইরে থেকে ঘুরে আসুন। এতে দেহ ও মন শান্ত হয়ে আসবে।
২২. নস্টালজিয়া আমাদের আশাবাদী করে রাখে। বাড়ির পুরনো ফটো অ্যালবাম নিয়ে বসে পড়ুন।
২৩. সপ্তাহের একটি দিন স্মার্টফোন বা ট্যাব বা কম্পিউটার ছাড়া কাটিয়ে দিন।

জার্মানির সাপঘরে ১৩৭০ কেজি ওজনের অজগর লম্বায় ৬৩ ফুট

এস এম দুলাল । ০৫ জুলাাই

জার্মানির এক সাপঘরে এই নতুন অতিথির আগমন। অতিথিকে নিয়ে এখন মহাব্যস্ত সাপ ঘরের কর্মীরা। ব্যস্ততা থাকবেই না বা কেন! আসলে নতুন অতিথি ঘরের বাকি সদস্যদের থেকে অনেকটাই আলাদা। ওর ওজন ১৩৭০ কেজি, আর লম্বায় ৬৩ ফুটের চেয়েও বেশি।

সেই পাইথনের নাম বেরতা। বেরতা মহিলা পাইথন। ওর দেখাশোনার জন্য লাগে ৬টা লোক। শুধু স্থান পরিবর্তনের জন্যই লেগেছে গোটা বারো মানুষ। ওর মাথাটা এইখানে শুরু, তো লেজটা শেষ ওইখানে।

এই সাপঘরের এক আধিকারি বলছেন, তাদের নতুন অতিথিকে প্রথমে ঘরে ঢোকাতেই এত কসরত করতে হলো সবাইকে যে, সবাই একদিন করে ছুটি চাচ্ছে।

৬৩ ফুটের পাইথনকে দেখতে লম্বা লাইন পড়ে গেছে সাপঘরের সামনে।ওর খাঁচার সামনে বড়বড় করে লেখা হয়েছে সাবধান। ওর খিদে নাকি মারাত্মক। তাই ভুলে কেউ লক্ষ্ণণরেখা পার করলেই বিপদ।

আজব ফলে ৫ মিনিটেই সেরে যাবে ক্যান্সার !!


সন্ধান মিলেছে আজব এক ফলের। যে ফল খেলে ৫ মিনিটেই ধ্বংস হয়ে যাবে ক্যান্সারের মতো কঠিন রোগ! এ দাবি অস্ট্রেলীয়ার বিজ্ঞানীদের।

অস্ট্রেলীয়ার গবেষকরা আবিষ্কার করেছন ক্যান্সার-বিরোধী ফল। অস্ট্রেলীয়ার একাংশের গাছে পাওয়া যায় এই ফল, দাবি করেছেন বিজ্ঞানীরা। এই ফল দেখে রীতিমত বিস্মিত হয়েছেন বিজ্ঞানীরা।

বিজ্ঞানীরা দীর্ঘ প্রায় ৮ বছর ধরে গবেষণা চালানোর পর ব্রিসবেনের একটি ইন্সটিটিউট এই আজব ফল আবিষ্কার করেছেন। এই আজব ফলে রয়েছে ঘাড় ও মাথার টিউমার ধ্বংস করার এক আশ্চর্য ক্ষমতা।

এ পর্যন্ত এই ফল হতে তৈরি একটি ওষুধ ৩শ’ টি প্রাণীর ওপর প্রয়োগ করা হয়েছে। এতে ৭৫ শতাংশ ক্ষেত্রে টিউমার নষ্ট হয়ে যাচ্ছে।

গবেষকরা জানিয়েছেন, এই ফল হতে ওষুধ তৈরি করা কঠিন এবং বেশ সময়সাপেক্ষ ব্যাপার।তবে এই ওষুধের কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। মাত্র ৫ মিনিটের মধ্যে এই ওষুধ কাজ করা শুরু করে দেয়।কয়েকদিনের মধ্যে উধাও হয়ে যায় টিউমার। এতে বিজ্ঞানীরা আরো চমক যান।

বিজ্ঞানীরা ভাবছেন, ফল হতে প্রাপ্ত ওষুধটি যদি সঠিকভাবে ব্যবহার করা যায় তাহলে মানব ইতিহাসে অভূতপূর্ব ঘটনার সূত্রপাত হবে।

ভ্যানগাড়ি চালানোয় শিশু রাজনকে হত্যা


শিশু সামিউল আলম রাজন হত্যার ঘটনায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার অন্যতম আসামি চৌকিদার ময়না মিয়া ওরফে বড় ময়না।



সোমবার (২০ জুলাই) সিলেট মহানগর মুখ্য হাকিম তৃতীয় আমলি আদালতে হত্যাকাণ্ডের স্বীকারোক্তি দেন চৌকিদার ময়না। আদালতের বিচারক আনোয়ারুল হক জবানবন্দি রেকর্ড শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন পুলিশকে।



মামলার তদন্ত কর্মকর্তা মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) সুরঞ্জিত তালুকদার বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে বলেন, বিকেল সোয়া ৪টায় চৌকিদার ময়নাকে আদালতে আনা হয়। সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত তার জবানবন্দি রেকর্ড করা হয়।



ময়নার জবানবন্দির বরাত দিয়ে আদালতের একটি সূত্র জানান, গ্রেফতার আলী হায়দারের একটি ভ্যানগাড়ি  ঘটনার দিন টুকেরবাজার তেমুখি সংলগ্ন খাঁন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের সামনে রাখা ছিলো। ঘটনার দিন সকাল ছয়টার দিকে রাজনসহ কয়েকজন শিশু খেলার ছলে ভ্যানগাড়িতে ওঠে। অপর এক ব্যক্তি ময়নাকে ডেকে বলে- তার ভ্যানগাড়ি নিয়ে যাচ্ছে।



ময়না শিশুদের তাড়া করলে অন্য শিশুরা দূরে সরে যায়। এসময় রাজনকে জাপটে ধরে চোর সন্দেহে বেঁধে রেখে ‘চোর’ ধরেছে বলে আলী হায়দারের বাড়িতে খবর দেন।



এরপর কামরুল, আলী হায়দার, মুহিত আলম, পাভেলসহ কয়েকজন ঘটনাস্থলে এসে শিশু রাজনকে নির্মম নির্যাতন করেন। নির্যাতনের এক পর্যায়ে রাজনের মৃত্যু হয়।



তবে নিজের দায় এড়ানোর চেষ্টায় ময়না জানান, তার মারধরে রাজনের মৃত্যু হয়নি। তবে মারধরের সময় কামরুলসহ অন্যদের সহযোগিতা করেছেন।



মামলার তদন্ত কর্মকর্তা মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) সুরঞ্জিত তালুকদার আরও বলেন, রাজনসহ শিশুরা ভ্যানগাড়িটি চালানোর চেষ্টা করছিলো। তবে চুরির উদ্দেশ্যে নয়। ময়নার বক্তব্যেই বোঝা গেছে তারা খেলা করার জন্য গাড়িটি চালাচ্ছিল।



হত্যাকাণ্ডের ঘটনায় ময়না গ্রেফতার আসামিসহ জড়িত আরও কয়েকজনের নাম বলেছে। তবে তদন্তের স্বার্থে তা প্রকাশ করা যাচ্ছে না বলেও উল্লেখ করেন এই কর্মকর্তা।



গত ১৪ জুলাই রাতে রাজন হত্যা মামলার অন্যতম আসামি ময়না চৌকিদারকে স্থানীয়রা আটক করে পুলিশে দেয়। ১৫ জুলাই জিজ্ঞাসাবাদের জন্য তাকে সাত দিনের রিমান্ডে নেয় পুলিশ। রিমান্ডের সময় শেষ হওয়ার আগেই ময়না আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে রাজি হওয়ায় সোমবার (২০ জুলাই) তাকে আদালতে হাজির করা হয়।



শিশু রাজন হত্যাকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত এক নারীসহ ১০জন গ্রেফতার রয়েছেন। এছাড়া হত্যাকাণ্ডের মূল হোতা কামরুল সৌদি আরবে আটক রয়েছেন। তাকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে- এমনটি জানিয়েছে পুলিশ।



৮ জুলাই সকালে চোর সন্দেহে পৈশাচিক নির্যাতন করে ১৩ বছরের শিশু সামিউল আলম রাজনকে হত্যা করা হয়। নিহত রাজন কুমারগাঁও বাসস্ট্যান্ড সংলগ্ন সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের বাদেআলী ভাইয়ারপাড় গ্রামের মাইক্রোবাস চালক শেখ আজিজুর রহমানের ছেলে।



শিশু রাজনকে পেটানোর ভিডিও ফুটেজ ধারণ করে নির্যাতনকারীরাই ইন্টারনেটে ছড়িয়ে দেয়। ২৮ মিনিটের ওই ভিডিও দেশ-বিদেশে তোলপাড় সৃষ্টি করে। সামাজিক যোগাযোগের মাধ্যমে ওঠে প্রতিবাদের ঝড়।

মোবাইল ফোনের সিম কার্ডের দিন শেষ!

প্রযুক্তির নতুন নতুন উদ্ভাবনে একে একে হারিয়ে গেছে অনেক কিছুই।

হার্ডওয়্যারের


আধুনিকায়নে দীর্ঘাকৃতির হ্যান্ডসেট এখন সহজেই হাতের মুঠোয়। আর সর্বশেষ আধুনিকায়নের পরিকল্পনা ঝুঁকিতে ফেলেছে হ্যান্ডসেটের প্রাণ। প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, সিম কার্ডের দিন বুঝি শেষ হতে যাচ্ছে। কারণ বিকল্প হিসেবে ই-সিম বা ইলেক্ট্রনিক সিম কার্ডের বিষয়ে কাজ শুরু করেছে হ্যান্ডসেট প্রস্তুতকারী জায়ান্ট কোম্পানিগুলো। হ্যান্ডসেটের মধ্যে সরাসরি সিম কার্ড ব্যবহার না করে এতে ই-সিম ব্যবহারের বিষয় ইতোমধ্যে জিএসএমএ এর (গ্রুপ স্পেশাল মোবাইল অ্যাসোসিয়েশন) সঙ্গে আলোচনা করেছে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল ও স্যামসাং। এতে গ্রাহকরা কোনো ধরনের ঝামেলা ছাড়া সহজেই অপারেটর পরিবর্তন করতে পারবেন বলে মনে করছে মোবাইল টেলিকম ইন্ডাস্ট্রির প্রতিনিধিত্বকারী জিএসএমএ। হ্যান্ডসেটের জন্য স্ট্যান্ডার্ড সিম (সাবস্ক্রাইবার আইডেন্টি মডিউল) তৈরিতে চুক্তির বিষয়টি এখন ঘোষণা মাত্র বলে জানিয়েছেন জিএসএমএ এর প্রধান নির্বাহী ‍অ্যানি বোভার্তো। প্রযুক্তি বিষয় সাইট টেকস্পট’র এক প্রতিবেদনে বলা হয়, স্মার্টফোন বা ট্যাবলেটে ই-সিম সংযুক্ত করা থাকবে। এক্ষেত্রে হ্যান্ডসেট প্রস্তুতকারকদের সিম কার্ডের জন্য আলাদা কোনো স্লট দিতে হবে না।

এ সংক্রান্ত কারিগরি সহযোগিতার বিষয়ে এখন পর্যন্ত চূড়ান্ত কোনো আলোচনা না হলেও, আগামী প্রজন্মের ফোন হবে ই-সিমের সে বিষয়ে নিশ্চিত করে বলা যায়। মোবাইল ইন্ডাস্ট্রিতে প্রায় ২৫ বছর আগে আমূল পরিবতর্ন এনেছে সিম কার্ড। সে সময়ের দীর্ঘাকৃতির হ্যান্ডসেটের আকার এখন অনেক ছোট হয়ে আসলেও তেমন কোনো পরিবর্তন আসেনি সিম কার্ডের আকারে।

তবে বহু আগে ই-সিমের

ধারণ ‍দিয়েছিলেন ক্যামব্রিজ বিশ্ববিল্যায়ের ড. মার্কাস কুন। তিনি বলেছিলেন, শিগগিরই মোবাইল নেটওয়ার্কে সিম কার্ডের পরিবর্তে পাসওয়ার্ড বা কিউআর কোড কিংবা থ্রিডিবার কোড স্থান করে নেবে। এক্ষেত্রে পাসওয়ার্ড বা উন্নত সফটওয়্যার ব্যবহারকারীদের জন্য সহজ হবে বলেও উল্লেখ করেন তিনি। ১৯৯১ সালে জার্মানির স্মার্ট-কার্ড মেকার জিসিক্কি অ্যান্ড ডেভ্রিয়েন্ট সর্বপ্রথম ফিনিশ অপারেটর রেডিওলিঞ্জার কাছে তিনশ’টি সিম বিক্রি করে। প্রথম সিম কার্ড ক্রেটিড কার্ড আকৃতির হলেও পরে তার ছোট হয়ে আসে।

বর্তমানে হ্যান্ডসেটগুলোতে মাইক্রো সিম ব্যবহৃত হলেও অ্যাপলসহ কয়েকটি কোম্পানির হ্যান্ডসেটে ন্যানো সিম ব্যবহৃত হচ্ছে। যা শিগগিরই দখল করে নিচ্ছে ই-সিম।

Sunday, July 19, 2015

২০৩০ সালের মধ্যে পুরো বিশ্বই হবে হিন্দু

ভারতে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বিজয়কে ‘বিপ্লব’ উল্লেখ করে দলটির প্রভাবশালী এক নেতা বলেছেন, ২০২০ সালের মধ্যেই ভারত হিন্দুরাষ্ট্রে পরিণত হবে।

Friday, July 17, 2015

Top 10 ODI Player Rankings

1              A.B. de Villiers           SA           908

2              S.P.D. Smith               AUS         901

3              H.M. Amla                    SA          891

4              J.E. Root                       ENG       884
       
5              K.C. Sangakkara          SL          874

6              A.D. Mathews               SL           860

7              Younus Khan                PAK        829

8              K.S. Williamson            NZ           813

9              V. Kohli  IND                  IN          755

10           D.A. Warner                   AUS        749

সাত মাসের বিশ্রামে মাশরাফি


বিশ্বকাপ থেকেই টানা খেলার মধ্যে ছিলো বাংলাদেশ। দলের অধিনায়ক হওয়ায় বিশ্রাম পান নি মাশরাফি বিন মুর্তজাও। তবে এই বছরের আর কোনো ওয়ানডে না থাকায় বিশাম পাচ্ছেন বারবার চোটের সঙ্গে লড়াই করে ফেরা এই দেশ সেরা পেসার।

এই বছর বাংলাদেশ দলের আর কোনো ওয়ানডে ম্যাচ নেই। এখনকার সূচি অনুযায়ী বাংলাদেশ পরবর্তী ওয়ানডে ম্যাচ খেলবে আগামী বছরের ফেব্রুয়ারী মাসে। এর আগে পর্যন্ত প্রায় সাত মাসের মত বিশ্রাম পাচ্ছেন নড়াইল এক্সপ্রেস খ্যাত মাশরাফি।

বুধবার বছরের শেষ ওয়ানডে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মাশরাফিকে সামনের আগামী সাত মাসের ভাবনা জানতে চাইলে তিনি বলেন, ‘আমি অবশ্যই ট্রেনিং চালিয়ে যাব। চোটে পড়ার পর থেকে সারা বছর আমি একা ট্রেনিং করি। বাইরে অনেক কোচ আছে, ট্রেনার আছে, সেভাবে সেট করব। তাছাড়া আমি নিজেও জানি,আমাকে কিভাবে যত্ন নিতে হবে।’

এর আগে ভারত সিরিজের আগে এক দুর্ঘটনার সম্মুখীন হয়েছিলেন। সমস্ত শঙ্কা উপেক্ষা করে খেলেছিলেন ভারতের সাথে। সে সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন,‘ভারত সিরিজের আগে দুর্ঘটনায় পড়ায় আমার ফিটনেস বা রিদমে একটু সমস্যা হয়ে যায়। প্রায় ১৪ দিন আমি কোনো অনুশীলন করতে পারিনি। এখনও আমি তার ধাক্কা বয়ে বেড়াচ্ছি।’

শুক্রবার কয়েকটি জেলায় ঈদ উদ্‌যাপন

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশের সঙ্গে মিল রেখে আজ শুক্রবার দেশের কয়েকটি জেলায় ঈদ উদ্‌যাপন করছেন মানুষ। ছবিটি আজ শুক্রবার সকালে মৌলভীবাজার থেকে তোলা। বৃষ্টিতে ভিজে ঈদের নামাজ আদায় করছেন মুসল্লিরা।

আজ পবিত্র ঈদুল ফিতর !

আরব বিশ্বের সঙ্গে ইন্দোনেশিয়ায়ও আজ পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপন করা হচ্ছে। সকালে বালি দ্বীপের দেনপাসার শহরের একটি মাঠে ঈদের জামাতে শরিক হন নারী মুসল্লিরা।

Thursday, July 16, 2015

পুলিশের সঙ্গে ঈদের নামাজ পড়বেন ক্রিকেটাররা

চট্টগ্রাম সফররত বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মুসলিম সম্প্রদায়ের ক্রিকেটাররা নগরীর দামপাড়ায় পুলিশ লাইন মাঠে ঈদের নামাজ আদায় করবেন। নগর পুলিশ ক্রিকেটারদের সেখানে ঈদের নামাজ আদায়ের ব্যবস্থা করেছে।
ঈদুল ফিতরের দিন সকাল সাড়ে ৮টায় দামপাড়ায় পুলিশের শীর্ষ কর্মকর্তাসহ সর্বস্তরের পুলিশ সদস্যদের সঙ্গে ঈদের নামাজ আদায়ে শরিক হবেন ক্রিকেটাররা।
সিএমপি কমিশনার মোহা. আব্দুল জলিল মন্ডল বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন।
সিএমপি কমিশনার বলেন, ঈদুল ফিতরের সময় বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার ক্রিকেট দলের সদস্যরা চট্টগ্রামে অবস্থান করবেন। এদের মধ্যে যারা মুসলিম সম্প্রদায়ের তাদের আমরা পুলিশ লাইন মাঠে আমাদের সঙ্গে নামাজ আদায়ের আমন্ত্রণ জানিয়েছি। এজন্য এবার পুলিশ লাইন মাঠে ঈদের জামাতে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের সঙ্গে ২১ জুলাই থেকে ২৫ জুলাই পর্যন্ত টেস্ট ম্যাচের সময় নির্ধারিত আছে।
বাংলাদেশ দলের ক্রিকেটারদের মধ্যে আছেন ‍মুশফিকুর রহমান, তামিম ইকবাল, ইমরুল কায়েস, মোমিনুল হক, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, নাসির হোসাইন, তাইজুল ইসলাম, জুবায়ের হোসাইন, রুবেল হোসাইন, মোহাম্মদ শহীদ এবং মোস্তাফিজুর রহমান।
দক্ষিণ আফ্রিকার তিন ক্রিকেটারের মধ্যে দু’জনের নাম পাওয়া গেছে। এরা হলেন, হাশিম আমলা ও ইমরান তাহির।
নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (প্রশাসন, অর্থ ও ট্রাফিক) এ কে এম শহীদুর রহমান বাংলানিউজকে বলেন, বাংলাদেশ টিমের সব ক্রিকেটার নামাজ আদায় করবেন বলে আমরা নিশ্চিত হয়েছি। দক্ষিণ আফ্রিকার তিনজন ক্রিকেটার এবং ৮-৯ জন কর্মকর্তা নামাজ আদায় করবেন বলে তাদের পক্ষ থেকে আমাদের ‍জানানো হয়েছে।
দক্ষিণ আফ্রিকার সঙ্গে টেস্ট ও একদিনের ম্যাচে অংশ নিতে ১৩ জুলাই চট্টগ্রামে আসেন ক্রিকেটাররা।

Wednesday, July 15, 2015

প্রাণে বেঁচে গেলেন মাহি !

এবার সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন ঢাকাই চলচিত্রের অন্যতম সেরা অভিনেত্রী মাহিয়া মাহি। একটুর জন্য প্রাণে বেঁচে গেছেন। মাহির গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশ্ববর্তী খালে পড়ে যায়। এই ঘটনায় আহত হয়েছে এক শিশু। জানা গেছে, মাহি নিজেই প্রাইভেট কারটি চালাচ্ছিলেন। সঙ্গে ছিলেন তার মা। গ্রামের বাড়ী থেকে তিনি ফিরছিলেন ঢাকায়।



Tuesday, July 14, 2015

পুরুষের হস্তমৈথুন ছাড়ার কিছু জুরুরি র্টিপস ??

হস্তমৈথুন কাকে বলে? What is Musterbate?

পুরূষের হস্তমৈথুনের সাধারন পদ্ধতি হল – লিঙ্গ হাতের মুঠোয় নিয়ে সামনে ও পিছনে সজোরে সন্চালন করা । ফলে হাতের আঙ্গুলের সাহায্যে লিঙ্গের মুন্ডে চাপ কমে ও বাড়ে ।
সেই সঙ্গে লিঙ্গকে মাঝখানে রেখে উরূদুটি সামনে ও পিছনে রগরানো । কখনো বালিশে, গোটানো বেডশিটে, তোশকে বা এ জাতীয় কোন বস্তুতে, তীব্র জলের ধারা দিয়েও হস্তমৈথুন করে থাকে অনেকেই ।
হস্তমৈথুন শুধু কম বয়ষ্কদের জন্য নয়, এটি বিবাহ-পূর্ব জীবন পর্যন্ত সকল অবিবাহিত নারী পুরুষের জন্য একটি স্বাভাবিক যৌনাচার। পরিসংখ্যানে দেখা যায়, ৭০ থেকে ৯০ ভাগ নারী পুরুষ হস্তমৈথুন করে থকেন।
হস্তমৈথুন এমন একটি অভ্যাস যা একবার কাউকে পেয়ে বসলে ত্যাগ করা খুবই কষ্টকর হয়ে দাড়ায়। শুধু তাই না অভ্যাসটিই এক সময় অনেকের যৌন জীবন বিপর্যস্ত করে তুলে। যারা নিদারুন হস্তমৈথুন অভ্যাসে আসক্ত হয়ে পড়েছেন এবং ত্যাগ করার জন্য অপ্প্রান চেষ্টা করা সত্তেও ছাড়তে পারছেন না তাদের জন্য আমার আজকের লেখা।


অতিরিক্ত হস্তমৈথুনের পরিণাম।

অনেকেই অতিরিক্ত হস্তমৈথুনের ফলে শক্তি হ্রাস সহ নানাবিদ শারীরিক সমস্যায় ভোগেন। তার মধ্যে উল্ল্যেখযোগ্য হলোঃ
১. শারীরিক ব্যথা এবং মাথা ঘোরা।
২. যৌন ক্রিয়ার সাথে জড়িত স্নায়ুতন্ত্র দুর্বল হওয়া অথবা ঠিক মত কাজ না করার পরিস্থিতি সৃষ্টি হওয়া।
৩. শরীরের অন্যান্য অঙ্গ যেমন: হজম প্রক্রিয়া এবং প্রসাব প্রক্রিয়ায় সমস্যা সৃষ্টি করে। দ্রুত বীর্যস্থলনের প্রধান কারণঅতিরিক্ত হস্তমৈথুন
৪. হস্তমৈথুনের ফলে অনেকেই কানে কম শুনতে পারেন এবং চোঁখে ঘোলা দেখতে পারেন।
তবে, যারা হস্তমৈথুনে অভ্যস্ত, তাদের পক্ষে হঠাৎ করে হস্তমৈথুন ত্যাগ করা সম্ভব নয়। তাই ধীরে ধীরে হস্তমৈথুন ত্যাগ করুন এবং অকাল বীর্যপাত রোধ করুন।

হস্তমৈথুন ছাড়ার টিপস

▬►কোন কোন সময় হস্তমৈথুন বেশি করেন, সেই সময়গুলো চিহ্নিত করুন। বাথরুম বা ঘুমাতে যাওয়ার আগে যদি উত্তেজিত থাকেন, বা হঠাত কোন সময়ে যদি এমন ইচ্ছে হয়, তাহলে সাথে সাথে কোন শারীরিক পরিশ্রমের কাজে লাগে যান। যেমন বুকডন বা অন্য কোন ব্যায়াম করতে পারেন। যতক্ষণ না শরীর ক্লান্ত হয়ে যায়, অর্থাৎ হস্তমৈথুন করার মত আর শক্তি না থাকে, ততক্ষণ পর্যন্ত সেই কাজ বা ব্যায়াম করুন। গোসল করার সময় এমন ইচ্ছে জাগলে শুধু ঠাণ্ডা পানি ব্যবহার করুন এবং দ্রুত গোসল ছেড়ে বাথরুম থেকে বের হয়ে আসুন।
▬► মেয়েদের দিকে কুনজরে তাকাবেন না। তাদের ব্যাপারে বা দেখলে মন আর দৃষ্টি পবিত্র করে তাকাবেন। নিজের মা বা বোন মনে করবেন।
▬► যতটা সম্ভব নিজেকে কাজে ব্যস্ত রাখুন।
▬►ধৈর্য ধরতে হবে। একদিনেই নেশা থেকে মুক্তি পাবেন, এমন হবে না। একাগ্রতা থাকলে ধীরে ধীরে যে কোন নেশা থেকেই বের হয়ে আসা যায়। মাঝে মাঝে ভুল হয়ে যাবে। তখন হতাশ হয়ে সব ছেড়ে দেবেন না। চেষ্টা করে যান। করতেই থাকুন। ইনশাআল্লাহ আপনি সফল হবেন ই।
▬►যে কোন উপায়ে পর্ণমুভি আর চটি এড়িয়ে চলুন।
▬►কম্পিউটারে পর্ণ দেখতে দেখতে হস্তমৈথুন করলে কম্পিউটার লিভিং রুমে নিয়ে নিন যাতে অন্যরাও দেখতে পায় আপনি কী করছেন। এতে পর্ণ সাইটে ঢোকার ইচ্ছে কমে যাবে।

শেখ হাসিনাকে ঈদ শুভেচ্ছা জানালেন খালেদা জিয়া।

ঢাকা: আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঈদের শুভেচ্ছা জানিয়ে কার্ড পাঠিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
আজ মঙ্গলবার দুপুরে বিএনপির চেয়ারপারসনের ঈদ শুভেচ্ছা বার্তা নিয়ে আওয়ামী লীগের ধানমণ্ডি কার্যালয়ে যান বিএনপির সহ-দফতর সম্পাদক শামিমুর রহমান শামিম ও আসাদুল করিম শাহীন।
আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক সেকেন্দার আলী কার্ডটি গ্রহণ করেন। শামিমুর রহমান শামিম গণমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার খালেদা জিয়াকে ঈদ শুভেচ্ছা জানিয়ে কার্ড পাঠিয়েছেন।

Monday, July 13, 2015

সৌম্য সরকারের পিতাকে সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসে বদলি প্রধানমন্ত্রীর নির্দেশে।

বিখ্যাত ক্রিকেটার সৌম্য সরকারের পিতা কিশোরী মোহন সরকারকে সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসে বদলি করা হয়েছে।
সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসার আমিনুল ইসলাম টুকুকে নড়াইলে পাঠানো হয়েছে। নড়াইলের জেলা অফিসার কিশোরী মোহনকে কয়েকবছর আগে সাতক্ষীরা থেকে নড়াইলে বদলি করা হয়। তখন থেকেই তিনি বদলি হওয়ার চেষ্টা করছিলেন। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর আজ সোমবার সন্ধ্যায় এ আদেশ জারি করেছেন।

শিক্ষা মন্ত্রণালয়ের একজন উর্ধতন কর্মকর্তা জানান, কিশোরী মোহন সাতক্ষীরার অধিবাসী এবং তিনি সাতক্ষীরাতেই থাকতে পছন্দ করেন এমন খবর কোনওভাবে হয়তো মাননীয় প্রধানমন্ত্রীর কানে পৌছেঁছে। আজ বিকেলেই নির্দেশ আসে প্রধানমন্ত্রীর মূখ্য সচিবের দপ্তর থেকে। সরকারি হাইস্কুলের শিক্ষক থেকে জেলা শিক্ষা অফিসার হয়েছেন কয়েকবছর আগে। অবসরে যাওয়ার খুব বেশি দিন বাকী নেই কিশোরী মোহনের।
 সৌম্য সরকারের

Sunday, July 12, 2015

কাভার্ডভ্যানের চাপায় কনস্টেবল নিহত

নারায়নগঞ্জের রূপগঞ্জে একটি কাভার্ডভ্যানের চাকায় পৃষ্ট হয়ে শরীফ আহাম্মেদ(৪০) নামে এক পুলিশ কনস্টেবলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এসময় পুলিশের এক এএসআই গুরুতর আহত হয়েছেন।

আজ রবিবার বিকেল ৪টায় উপজেলার ভুলতা এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত পুলিশ কনস্টেবল শরীফ আহাম্মেদ স্থানীয় ভুলতা পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। তার বাড়ি মুন্সিগঞ্জের সদর এলাকায় বলে জানা গেছে।
শরীফ আহাম্মেদ


এছাড়া আহত সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মাহাবুব আলমকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও উপ-পরিদর্শক (এসআই) রবিউল ইসলাম জানান, ঈদকে সামনে রেখে ঢাকা-সিলেট মহাসড়কে যানজট নিয়ন্ত্রণে আনতে একটি মোটরসাইকেল যোগে এএসআই মাহাবুব আলম ও কনস্টেবল শরীফ আহাম্মেদ যানবাহন চলাচলের লাইন ঠিক করছিলেন। বিকেল ৪টার দিকে প্রাণ কোম্পানির একটি কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো অ-১৪-১০৬৫) দ্রুতবেগে এসে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এসময় মোটরসাইকেলের পেছনে থাকা কনস্টেবল শরীফ আহাম্মেদ কাভার্ডভ্যানের চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। আর এএসআই মাহাবুব আলম সড়কের এক পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হয়।

পুলিশ ঘাতক কাভার্ডভ্যান ও চালককে আটক করেছে।

Saturday, July 11, 2015

আসছে স্যামসাং গ্যালাক্সি নোট ৫

গ্যালাক্সি নোট ৫
স্যামসাং গ্যালাক্সি নোট প্রযুক্তিপণ্যের মধ্যে আভিজাত্যের প্রতীক। তাই এর নতুন কোনো মডেল মুক্তি পাওয়ার আগে থেকেই শুরু হয় সব জল্পনা-কল্পনা। এবার স্যামসাং গ্যালাক্সি নোট ৫ নিয়ে শুরু হয়েছে জল্পনা-কল্পনা। গ্যালাক্সি স্মার্টফোনের সঙ্গে জড়িত স্যামসাংয়ের এক কর্মকর্তা বার্তাসংস্থা রয়টার্সকে এ বিষয়ে জানিয়েছেন। তবে বিষয়টি নিশ্চিত করেননি তিনি।

ট্যাবলেট এবং স্মার্টফোন দুটো ডিভাইসের সুবিধা একসঙ্গে পাওয়া যায় বলে স্যামসাং গ্যালাক্সিকে বলা হয় ফ্যাবলেট। গ্যালাক্সি নোটের আগের দুটি ভার্সন নোট ৩ এবং নোট ৪ বাজারে ছাড়া হয়েছিল সেপ্টেম্বরে।

তবে এবার এক মাস আগে গ্যালাক্সি ৫ বাজারে ছাড়ার কারণ হিসেবে প্রতিপক্ষ আইফোনের নতুন মডেলের মুক্তিকে দেখা হচ্ছে। ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, নতুন আইফোন বাজারে ছাড়ার জন্য অ্যাপল তাদের ইতিহাসের সবচেয়ে বড় উৎপাদন প্রক্রিয়া নিয়ে কাজ করছে।

গত বছর স্যামসাংয়ের ব্যবসায় বড় ধরনের ক্ষতি হয়। গত তিন বছরে স্যামসাংয়ের সবচেয়ে কম মুনাফা হয় গত বছর। সে ক্ষতিটাই এ বছর গ্যালাক্সি নোট ৫ দিয়ে পুষিয়ে নিতে চাচ্ছে স্যামসাং।

মালয়েশিয়া থেকে দেশে ফিরছে আরো ১৯২ জন

মানবপাচারের শিকার হয়ে পরবর্তী সময়ে মালয়েশিয়ায় উদ্ধার ১৯২ বাংলাদেশি দুই ধাপে দেশে ফিরছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, প্রথম ধাপে মঙ্গলবার ৯৪ জন এবং বুধবার ৯৮ জন বাংলাদেশি দেশে ফিরবেন। মালয়েশিয়ার স্থানীয় সময় মঙ্গলবার বিকেল ৩টা ২০ মিনিটে বাংলাদেশ বিমানের ডিজি-১৮৭ ফ্লাইটে তারা দেশের উদ্দেশে রওয়ানা হয়েছেন।

বিকেল ৫টায় ঢাকায় হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের পৌঁছানোর কথা।

ইউটিউবের জন্য হুমকি ফেসবুক!

মানুষ এখন ইউটিউব নয় ফেসবুকেই ভিডিও দেখতে বেশি স্বাচ্ছন্দ বোধ করে। ফলে ফেসবুক ইউটিউবের জনপ্রিয়তা কমিয়ে দিচ্ছে। এমন ধারনাকে অমূলক বলে উড়িয়ে দিলেন ইউটিউবের হেড অব কনটেন্ট অ্যান্ড বিজনেস অপারেশন ম্যানেজার রবার্ট কেনিসিল।

তিনি বলেন, দুটি কোম্পানি আলাদা আলাদা ভাবে এগোচ্ছে। গত কয়েক বছর ধরে বিজ্ঞাপনের জগতটা বেড়েছে। ফলে কেউ কারে জন্য হুমকি নয়।

রবার্ট জানান, ফেসবুকের মত অনেক প্রতিষ্ঠান বুঝে ফেলেছে যে ভিডিও অনলাইনে ‘মেইনস্ট্রিম’ হয়ে দাঁড়িয়েছে। ফলে তাদের নেটওয়াকিং সাইটগুলো ভিডিও যুক্ত করতে নিত্য নতুন পদ্ধতি খাটাচ্ছে।

ফেসবুকের বর্তমানে ১৪০ কোটি ব্যবহারকারী রয়েছে। গত বছর থেকে ফেসবুক ব্যবহারকারীর নিউজ ফিডে ভিডিও জুড়ে দিয়েছে।

সম্প্রতি ফেসবুকম ইউটিউবকে যৌথভাবে ভিডিও শেয়ারিং এবং অ্যাড থেকে রেভিনিউ সংগ্রহ করার প্রস্তাব দিয়েছে। এ জন্য ফেসবুক ইউটিউবকে তাদের মুনাফার একটা অংশ দিতেও রাজি আছে।

ইসলামের দৃষ্টিতে রমজান মাসে দিনের বেলা সহবাস সঠিক না ভুল?

উত্তর : সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। রমজান মাসে দিনের বেলায় যে ব্যক্তি যৌনমিলন করে তিনি মুকীম (নিজ অঞ্চলে অবস্থানকারী) রোযাদার হলে তার উপর বড়-কাফ্‌ফারা (আল কাফ্‌ফারাতুল মুগাল্লাযাহ) ওয়াজিব হয়। আর তা হল একজন দাস মুক্ত করা। যদি তা না পায় তাহলে একাধারে দুইমাস সিয়াম পালন করা। আর যদি তাও না পারে তবে ৬০ জন মিসকীনকে খাওয়ানো। যদি নারী সন্তুষ্টচিত্তে যৌনমিলনে সাড়া দেয় তাহলে একই বিধান নারীর ক্ষেত্রেও প্রযোজ্য। আর যদি জোরপূর্বক নারীর সাথে সহবাস করা হয় তাহলে তার উপর কোন জরিমানা ওয়াজিব হবে না। আর যদি স্বামী-স্ত্রী উভয়ে মুসাফির হয় তবে সহবাসের কারণে তাদের কোন গুনাহ হবে না, তাদের উপর কোন কাফ্‌ফারাও ওয়াজিব হবে না এবং দিনের বাকি অংশ পানাহার ও যৌনমিলন থেকে বিরত থাকাও ওয়াজিব হবে না। শুধু তাদের উভয়কে ঐদিনের রোযা কাযা করতে হবে। যেহেতু মুসাফির অবস্থায় রোযা পালন করা তাদের জন্য বাধ্যতামূলক নয়।


একইভাবে যে ব্যক্তি কোনো অনিবার্য প্রয়োজনে রোযা ভেঙ্গে ফেলেছে (যেমন কোন নিরপরাধ মানুষকে ধ্বংসের হাত থেকে বাঁচানোর নিমিত্তে) ঐ ব্যক্তি সেই দিন যদি যৌনমিলন করে, যেইদিন অনিবার্য প্রয়োজনে রোযা ভেঙ্গে ফেলেছে তবে তার উপর কোন কিছু ওয়াজিব হবে না। কারণ এক্ষেত্রে সে ব্যক্তি কোন ওয়াজিব রোযা ভঙ্গ করেনি। নিজ অঞ্চলে অবস্থানকারী (মুকীম) রোযাদার যদি যৌনমিলন করে রোযা ভেঙ্গে ফেলে যার উপর রোযা রাখা বাধ্যতামূলক তার উপর পাঁচটি জিনিস বর্তাবে- ১। সে গুনাহগার হবে। ২। তার সেই দিনের রোযা নষ্ট হয়ে যাবে। ৩। সেই দিনের বাকি অংশ পানাহার ও যৌনমিলন থেকে বিরত থাকতে হবে। ৪। সেই দিনের রোযার কাযা করা ওয়াজিব হবে। ৫। (বড়) কাফ্‌ফারা আদায় করা ওয়াজিব হবে।

কাফ্‌ফারা আদায় করার দলীল হল সেই হাদিসটি, যা আবু হুরাইরাহ (আল্লাহ তাঁর উপর সন্তুষ্ট হউন) থেকে বর্ণিত হয়েছে- এক ব্যক্তি রমজানের দিনের বেলায় তাঁর স্ত্রীর সাথে যৌন মিলন করেছিলেন। এই ব্যক্তি একাধারে দুইমাস রোযা পালন করা অথবা ষাটজন মিসকীনকে খাদ্য খাওয়াতে অক্ষম ছিলেন। তাই এই ব্যক্তি কাফ্‌ফারা পরিশোধের বাধ্যবাধকতা হতে রেহাই পান। কারণ আল্লাহ তাআলা কাউকে তার সাধ্যের অতিরিক্ত বোঝা চাপিয়ে দেন না [সূরা বাক্বারাহ, ২:১৮৬] অপারগের ওপর কোন ওয়াজিব আরোপ করা যায় না। যৌনমিলন যেহেতু সংঘটিত হয়েছে সুতরাং উপরোল্লেখিত মাসয়ালাতে বীর্যপাত হওয়া বা না-হওয়ার কারণে হুকুমের মধ্যে কোন পার্থক্য নেই। কিন্তু ব্যাপারটি যদি এমন হয় যৌনমিলন ছাড়া বীর্যপাত হয়েছে সেক্ষেত্রে তাকে কাফ্‌ফারা আদায় করতে হবে না। বরং সে গুনাহগার হবে, দিনের বাকি অংশ তাকে যৌনমিলন ও পানাহার থেকে বিরত থাকতে হবে এবং রোযাটির কাযা করতে হবে।

[আল্‌ফাতাওয়া আল্‌জামি‘আহ লিল মারআতিল মুসলিমাহ (মুসলিম নারীর জীবন ঘনিষ্ট ফতোয়াসমগ্র), খণ্ড-১, পৃঃ- ৩৪৮।]

 

 

গ্রামিনফোন অফার

All GP customers who will buy BDT 299 Scratch Card will get 1 bottle of 2liter Coca-Cola and who will buy BDT 499 Scratch Card will get 1 Litre of Fresh Soya bean Oil and 1KG Sugar FREE.

  • All GP Prepaid and Postpaid customer will be eligible for the campaign
  • Only through the BDT 299, BDT 499 scratch card, customer will avail the offer
  • During the campaign period, GP customer will buy the BDT 299 scratch card and get a Free Coke bottle (2 litre) instantly and buy BDT 499 scratch card and get a Fresh Free 1 litre oil & Free 1 KG sugar instantly from the selected retail point
  • Customer will get the FREE offer on every BDT 299 & BDT499 scratch card recharge during the campaign period
  • The total quantity of each item will be 80,000 and shall be disbursed on first come first serve basis
  • The responsibility as to the quality of the commodities are on the manufacturer only and any complaint or dissatisfaction against the commodities have to be made against the manufacturer directly.
  • Campaign will be run till stock lasts

Friday, July 10, 2015

হোয়াটঅ্যাপে যুক্ত হচ্ছ ”লাইক”

আরো আধুনিকায়ন হচ্ছে বিশ্বজুড়ে জনপ্রিয় ইন্সস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হোয়াটঅ্যাপ। শিগগিরই অ্যাপটিতে ‘লাইক’, ‘মার্ক অ্যাজ আনরিড’ ফিচার যোগ হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রের বরাতে এক রিপোর্টে বলা হয়েছে।

হোয়াটসঅ্যাপের সঙ্গে সম্পৃক্ত ইলহান পেকটাস নামে এক ব্যক্তি টুইটে বলেন, আশা করছি দ্রুতই ফিচার দু’টি যোগ করা হবে। এক্ষেত্রে ছবির বিষয়ে ‘লাইক’ অপশনটি ব্যবহার করা হবে।

আর মেসেজের ক্ষেত্রে ‘মার্ক অ্যাজ আনরিড’ ফিচারটি আরো একটি ফর্ম ‘মার্ক অ্যাজ রিড’ হিসেবেও থাকবে। তবে কথোপকথনের মাঝখানে ‘মার্ক অ্যাজ আনরিড’ কীভাবে কাজ করেবে বিষয়ে কিছু জটিলতা রয়েছে।

আর ‘লাইক’ অপশনটি যেহেতু ছবির ক্ষেত্রে প্রযোজ্য, সেক্ষেত্রে সাধারণ কথোপকথনে কীভাবে এ অপশনটি সংযুক্ত করা হবে সে বিষয়েও কিছু জানা যায়নি।



সম্প্রতি ভয়েস কল ফিচারও সংযুক্ত করে হোয়াটসঅ্যাপ।



গত এপ্রিলের সর্বশেষ তথ্যানুযায়ী, বিশ্বজুড়ে ইন্সস্ট্যান্ট এ মেসেজিং অ্যাপটির ৮০ কোটি সক্রিয় গ্রাহক রয়েছে।

Tuesday, July 7, 2015

২০১৫-২০১৬ একাদশ শ্রেণী ভর্তি

২০১৫-২০১৬ একাদশ শ্রেণী ভর্তি
7. June 2015 - 19:59 — admin

http://www.dhakaeducationboard.gov.bd/uploads/tender_notice/Edu_Board_XI_Class_App_2015_Flyer.pdf

অনলাইনে যেভাবে করবেন তার ধারাবাহিক ছবি দিয়ে সাজানো ম্যানুয়্যাল বুক

http://www.infokosh.gov.bd/download-attachment/2693/1720

২০১৫-২০১৬ একাদশ শ্রেণী শিক্ষাবর্ষের ভর্তির নীতিমালা

http://www.dhakaeducationboard.gov.bd/uploads/tender_notice/547(02-06-15)_final_nitimala_2015_16_admission.pdf

Saturday, July 4, 2015

আজ সকাল ০৫:০০ টায় দেখুন আজেন্টিনা বনাম চিলি

আজ কোপা-আমেরিকা শেষ লড়াই । আজ সকাল ০৫:০০ টায় দেখুন আজেন্টিনা বনাম চিলি।

Friday, July 3, 2015

ব্ল্যাকবেরি আনছে আান্ড্রয়েড।

স্মার্টফোনের বাজারে একসময় আধিপত্য বিস্তারকারী ব্ল্যাকবেরির দখলে এখন মাত্র ১ শতাংশ বাজার শেয়ার। ২০১৩ সালের জানুয়ারিতে টাচস্ক্রিন বিবি১০ ছেড়েও বাজার ধরতে পারেনি কোম্পানিটি।



তবে বাজার ধরতে এবার অ্যান্ড্রয়েডের শরণাপন্ন হচ্ছে কানাডার টেলিকমিউনিকেশ এবং ওয়ারলেস ইক্যুপমেন্ট কোম্পানি ব্ল্যাকবেরি লিমিটেড।



শিগগিরই কোম্পানিটি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের একটি স্মার্টফোন ছাড়ছে বলে বিশ্বস্ত সূত্রের বরাতে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। শুধু তাই নয়, ‘ভেনিস’ কোডনেমের হ্যান্ডসেটটির একটি ছবিও প্রকাশিত হয়েছে।



হ্যান্ডসেটটিতে স্যামসাং গ্যালাক্সি এস৬’র মতো কার্ভ রয়েছে বলে দাবি বিশেষজ্ঞদের।



এদিকে, এ বছরই ব্ল্যাকবেরি আরো একটি স্লাইড ডিভাইস ছাড়তে পারে। এ ডিভাইসটিও অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলবে বলে দু’টি সূত্র নিশ্চিত করেছে।



স্লাইড ডিভাইসটিতে টাচস্ক্রিনের পাশাপাশি ব্যবহারকারীর সুবিধার্থে কিবোর্ডও থাকবে।

এক ব্যক্তির ৩৯ স্ত্রীসহ ১৪৭ সদস্যের পরিবারের কাহিনী ও ছবি



কিংবদন্তী অভিনেতা চিত্র নায়ক রাক রাজ্জাকের শারীরিক অবস্থা এখন অনেকটাই ভালো।

গতকাল দুপুরে তাঁর লাইফ সাপোর্ট খুলে দেওয়া হয়েছে।

রুবেলের আশায় হ্যাপি যা যা করেন।


জাতীয় দলের পেসার রুবেল হোসেনের সঙ্গে অভিনেত্রী নাজনীন আক্তার হ্যাপির সম্পর্ক এখন অতীত। এ নিয়ে ব্যাপক জলঘোলা আর হৈচৈ হয়েছে। তাদের মধ্যে এখন আর যোগাযোগ নেই। বিষয়টি তাই শুধু লোকমুখে আর হ্যাপির অনুভূতিতেই সীমাবদ্ধ। তবে এতো চড়াই-উতরাইয়ের পরও রুবেলের আশায় পথ চেয়ে থাকেন জনপ্রিয় এই অভিনেত্রী। ফেসবুক স্ট্যাটাসে সেসব কথাই জানালেন তিনি।

ফেসবুকে বসে কিছুক্ষণ পরপরই রুবেল হোসেনের নাম দিয়ে সার্চ দেন হ্যাপি। স্বাভাবিকভাবেই অনেক পেজ আসে। কিন্তু হ্যাপীকে রুবেল ব্লক করে রাখায় তা তার নাগালের বাইরে। এ ছাড়া প্রতিদিনই রুবেলের বন্ধ সংযোগগুলোতে শত শতবার কল করেন তিনি।

রুবেলকে উদ্দেশ্যে করে হ্যাপি বলেছেন, ‘জানি হয়তো কোনোদিনই তোমার ব্লকলিস্টের বাইরে আসতে পারব না। তবুও নামটি লিখি ছোট একটু আশা নিয়ে। এই জীবনে তুমিই আমার সব, আমার আর কিছুই নেই।’