Saturday, August 8, 2015

সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ

★ সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, 

★ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফল হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ; 

★ গড় পাশের হার ৬৯.৬০ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৪২ হাজার ৮৯৪ জন; 

★ মাদ্রাসা বোর্ডে পাশের হার ৯০.১৯ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৪৬৫ জন; 

★ কারিগরি শিক্ষা বোর্ডে পাশের হার ৮৫.৫৮ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ৪৩০ জন; 

★ চট্টগ্রাম বোর্ডে পাশের হার ৬৩.৪৯ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ১২৯ জন; 

★ কুমিল্লা বোর্ডে পাশের হার ৫৯.৮০ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৪৫২ জন; 

★ দিনাজপুর বোর্ডে পাশের হার ৭০.৩৬ শতাংশ।

এইচএসসি পরীক্ষার ফলাফল দ্রুত জানতে হলে যা করতে হবে

 

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল আগামীকাল রবিবার প্রকাশিত হবে। সকাল ১০টায় গণভবনে শিক্ষাবোর্ড চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রধানমন্ত্রীর হাতে ফলাফলের অনুলিপি তুলে দেবেন।
এরপর বেলা ১টায় সচিবালয়ে সংবাদ সম্মেলনে ফলাফলের বিস্তারিত তুলে ধরবেন শিক্ষামন্ত্রী।
বেলা ২টা থেকে পরীক্ষার্থীরা নিজেদের শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট থেকে ফল জানতে পারবে।

নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও এসএমএস ও ইন্টারনেটের মাধ্যমে ফল জানা যাবে।
ফল জানতে যেকোনো মোবাইল নম্বর থেকে HSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে আবার স্পেস দিয়ে 2015 লিখে 16222 নাম্বারে এসএমএস পাঠাতে হবে। ফিরতি এসএমএসেই জানা যাবে ফলাফল।

যেমন: HSC DHA 111111 2015 Send To 16222
বোর্ডের নামের প্রথম তিন ডিজিট হলো- DHA (ঢাকা বোর্ড), BAR (বরিশাল),CHI (চট্টগ্রাম), RAJ (রাজশাহী), COM (কুমিল্লা), JES (যশোর), SYL (সিলেট), DIN (দিনাজপুর) ও MAD (মাদ্রাসা)।
মাদ্রাসার শিক্ষার্থীদের আলিম পরীক্ষার ফলাফল জানতে ALIM লিখে স্পেস দিয়ে MAD লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৫ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে।
কারিগরি বোর্ডের রেজাল্ট জানতে HSC লিখে স্পেস দিয়ে TECH লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৫ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে।
এছাড়া www.educationboardresults.gov.bd ওয়েবসাইটে গিয়েও সহজে ফল জানা যাবে।

গত ১ এপ্রিল শুরু হয়ে ১১ জুন পর্যন্ত এইসএসসির লিখিত পরীক্ষা চলে। আর ১৩ থেকে ২২ জুন পর্যন্ত হয় ব্যবহারিক পরীক্ষা।
আটটি সাধারণ বোর্ড, মাদ্রাসা এবং কারিগরি বোর্ডের অধীনে ১০ লাখ ৭৩ হাজার ৮৮৪ জন শিক্ষার্থী এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়।

Friday, August 7, 2015

২২ মহাসড়কে অটোরিকশা চলবে না: ওবায়দুল কাদের

ড়ক-মহাসড়কে দুর্ঘটনা রোধকল্পে সারাদেশে ২২টি জাতীয় মহাসড়কে থ্রি হুইলার অটোরিকশা, অটো টেম্পো এবং অযান্ত্রিক যানবাহন চলাচল নিষিদ্ধ করা হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ শুক্রবার নোয়াখালীর কোম্পানীগঞ্জে নিজ বাড়িতে এই সিদ্ধান্ত ঘোষণা করেন তিনি।
তিনি বলেন, দেশের আড়াই লাখ কিলোমিটার জাতীয়, আঞ্চলিক, জেলা ও গ্রামীণ সড়ক রয়েছে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীনস্থ সড়ক-মহাসড়কের পরিমাণ ২১ হাজার কিলোমিটার। এর মধ্যে জাতীয় মহাসড়কে প্রায় তিন হাজার কিলোমিটার। দুর্ঘটনারোধ এবং শৃঙ্খলা রক্ষায় সরকার ২২টি জাতীয় মহাসড়কে সিএনজি অটোরিকশা চালনা নিষিদ্ধ ঘোষণা করেছে।

এই ঘৃণিত নির্মমতার শেষ কোথায়?

শান্তি নামক শব্দটাকে যেন আমাদের এ প্রিয় মাতৃভূমি থেকে সৃষ্টিকর্তা তুলে নিচ্ছেন অথবা আমরা তুলে নিতে বাধ্য করছি বলেই অনেকটা মনে হচ্ছে। হত্যা, রাহাজানি, সন্ত্রাসী, জবরদখল, ধর্ষণ এবং গণধর্ষণ এখন যেন নিত্য-নৈমিত্তিক একদম সাধারণ ব্যাপারে রুপ নিয়েছে। মানুষ নামক নরপিচাসগুলো যেন সর্বদা উৎপেতে বসে আছে হত্যা আর ধর্ষণের নিকৃষ্ট খেলায়। গত কিছুদিন আগে প্রায় সব-সময়ই সংবাদের শিরোনাম থাকতো বন্দুকযুদ্ধ নামক “ক্রসফায়ারে” হত্যা, বিরোধীদলের কোন নেতার লাশ উদ্ধার এবং গ্রেফতার-গণগ্রেফতার।
ঠিক এই ধারাবাহিকতায়ই ধারাটা প্রায় একই আছে তবে এবার মানষুরুপি শয়তানরা মেতেছে আরো ভয়ংকর পৈশাচিকতায়। এবার বর্বর মানুষরুপি কুকুরগুলো অসহায় শিশু-কিশোরদের নির্মম-নিষ্ঠুরভাবে হত্যায় মেতে উঠেছে। কি নিষ্ঠুর কায়দায় এই শিশুগুলোকে হত্যা করা হচ্ছে যাহা শুধু বেদনাদায়কই না এটা যেন পৃথিবীর সবচেয়ে ঘৃণিত ব্যক্তি হিটলারের পৈশাচিকতাকেও হার মানায়। এছাড়াও উৎপেতে থাকা হায়েনায় দলগুলো সর্বদা যেন শৃগালের দৃষ্টিতে তাকিয়ে আছে কখন কোন মেয়েকে ধর্ষণের ফাঁদে ফেলে তার সর্বস্ব লুটে নেয়া যায়। দেশ যেন এখন এই হায়েনাদের আক্রমনে ভয়ংকর দুর্বিসহে রুপ নিচ্ছে।

Sunday, August 2, 2015

ব্রাজিলে ফিরে দলকে জেতালেন রোনালদিনহো

ব্রাজিলের মাটিতে ফিরে নিজ ক্লাবকে জিতিয়ে মাঠ ছেড়েছেন দেশটির তারকা ফুটবলার রোনালদিনহো। দারুণ সব পাস আর অসাধারণ নৈপুণ্যে নিজের ক্লাব ফ্লুমিনেসকে জয় পাইয়ে দেন বার্সেলোনার সাবেক এ তারকা।



রোনালদিনহো ১৯৮৭ সালে গ্রেমিও’র হয়ে নিজের ফুটবল ক্যারিয়ার শুরু করেন। ১৯৯৮ সালে ক্লাবটির সিনিয়র দলে সুযোগ করে নেন তিনি। ২০০১ সালে ফরাসি জায়ান্ট দল প্যারিস সেইন্ট জার্মেইনে পাড়ি জমান এ ব্রাজিল তারকা।



সাবেক ক্লাবের বিপক্ষেই নিজ দেশে নতুন ক্লাবের হয়ে নেমেছিলেন রোনালদিনহো। নিজে গোল করতে না পারলেও দারুণ সব পাস দিয়ে ফ্লুমিনেসকে জয়ের রাস্তা বাতলে দিতে থাকেন তিনি। রিও ডি জেনিরোর এ ম্যাচে ৭৭ মিনিটে ফ্লুমিনেস লিড নেয়। আর এ গোলেই জয় নিয়ে মাঠ ছাড়ে রোনালদিনহোর নতুন ক্লাব।



ম্যাচের ৭৭তম মিনিটে গোলটি করেন মার্কোস জুনিয়র। আর দলের জয়সূচক একমাত্র গোলটিতে অবদান রোনালদিনহোর। লম্বা পাসে বল পেয়েছিলেন মার্কোস। সেটি থেকে গোলটি আদায় করেন তিনি।



সম্প্রতি ৩৫ বছরের এ তারকা ব্রাজিলের ক্লাব ফ্লুমিনেসে যোগ দেন। গত মাসে মেক্সিকান ক্লাব কুইরেতারো রোনালদিনহোকে ছেড়ে দেওয়ার পরে এজেন্ট মুক্ত ছিলেন তিনি। ফুটবল ক্যারিয়ারে বিভিন্ন ক্লাবের হয়ে খেলা রোনালদিনহো প্যারিস সেইন্ট জার্মেইন, বার্সেলোনা ও এসি মিলানের মত বড় ক্লাবগুলোতে খেলেছেন। ১৯৯৯ সালে সেলেকাওদের হয়ে অভিষেক হয়ে তিনি জাতীয় দলের হয়ে ৯৭ ম্যাচে ৩৩টি গোল করেছে।